Kishori Lal Jubilee School and College

39, NORTH BROOK HALL RD BANGLA BAZAR, DHAKA

নিয়োগ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকৃতি ও বিজ্ঞান উৎসব এবং বার্ষিক স্কাউট তাঁবুবাস – 2024 অত্র প্রতিষ্ঠানের ৬ ষ্ঠ থেকে ১০ম শ্রেণির আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার জন্য বলা হলো। এস এস সি ২০২৪ ফরম পূরণের বর্ধিত সময় প্রসঙ্গে
বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৭ জানুয়ারি, ২০২৪ইং শনিবার বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুবিলীয়ান বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
আরোও ্উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ।
বার্ষিক পরিক্ষার ফলাফল বিতারণ উৎসব
Kishori Lal Jubilee School and College
Previous
Next

Education Corner

Rekha Rani Das

Principal (Acting)

Welcome To Our School

মানুষের জীবন ও সমাজের চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। শিক্ষাই সুন্দরতম, উন্নতর জীবন ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এজন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন। আনন্দময় শিক্ষার মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি-নির্ভর, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বদ্ধ, মানবিক গুণাবলীসম্পন্ন মানব সম্পদ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

Previous
Next
Previous
Next
Previous
Next

Our School History

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূক্রাপুর থানাধীন কে. এল. জুবিলী স্কুল কলেজ শতাব্দী উত্তীর্ণ দীর্ঘ প্রায় ১৫০ বছরের দেশের এক অন্যতম প্রাচীন, বৃহৎ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বলতে গেলে, প্রতিষ্ঠানটি একটি ইতিহাস, একটি সূতিকাগার, সর্বোপরিএকখন্ড উর্বরা ভূমি বহু চড়াইউৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ধারা প্রতিষ্ঠা সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনসংগ্রামের পক্ষে ফলপ্রসূ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হিসেবে আজও কালের সাক্ষী হয়ে আছে তাই বাস্তবতার আলোকেই, বিগত ১৯৪১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠান পরিদর্শনকালে এক উচ্ছ্বসিত প্রশংসায় ছোটলাট কারমাইকেল মন্তব্য করেছিলেন, “আমার পরিদর্শনকৃত বিদ্যালয়গুলোর মাঝে জুবিলী বিদ্যালয় বৃহত্তম

উনবিংশ শতাব্দীর ১৮৬৬ খ্রিষ্টাব্দে ব্রাক্ষ আন্দোলনের জোয়ার যখন ঢাকা শহরকে আন্দোলিত করে, ঠিক থখনি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ববর্গ সর্বশ্রী অনাথ বন্ধু মল্লিক, ব্রজসুন্দর মিত্র দীননাথ সেন প্রমুখএর ঐকান্তিক প্রচেষ্টয় প্রতিষ্ঠিত হয়ঢাকা ব্রাক্ষ স্কুল ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পর পর্তুগিজদেরই স্থাপিত ভবননীল কুঠিতেইঢাকা ব্রাক্ষ স্কুলএর কার্যক্রম শুরু হয় বুড়িগঙ্গা নদীর উত্তর কূলে পুরনো ঢাকার বাংলাবাজারস্থ নর্থব্রুক হল রোডের পূর্ব পাশেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান  

যাহোক, এক সময় স্কুলটি আর্থিক সংকটের মুখোমুখি দাঁড়ালে ১৮৭২ খ্রিষ্টাব্দে বালিয়াটির জমিদার বিশিষ্ট সমাজসবেক, দানবীর শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব শ্রীযুক্ত কিশোরী লাল রায় চৌধুরী প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে স্কূলটির নতুন নামকরণ করেনজগন্নাথ স্কুল উল্লেখ্য, শ্রীযুক্ত জগন্নাথ রায় চৌধুরী ছিলেন কিশোরী লাল রায় চৌধুরীর পিতা. যার নামে আরও প্রতিষ্ঠিত হয়েছে পুরনো ঢাকার বর্তমানেরজগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থীদের আবাসনের জন্যজগন্নাথ হল ১৮৮৪ খ্রিষ্টাব্দে কলেজ খোলার অনুমতি পাবার পর জগন্নাথ স্কুল  কলেজ একই কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হতে থাকে পরবর্তীতে ১৮৮৭ খ্রিষ্টাব্দে মহারাণী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ উপলক্ষে স্কুল কলেজ টি আলাদা সত্ত্বা লাভ করে কলেজটির নামকরণ করা হয়জগন্নাথ কলেজ আর স্কুলটির নামকরণ করা হয়কিশোরী লাল জুবিলী স্কুল কলেজ বা সংক্ষেপেকে. এল. জুবিলী স্কুল পরবর্তীতে সাবেক সফল প্রতিষ্ঠান প্রধান প্রয়াত জনাব মোঃ কামরুজ্জামানের মহৎ উদ্যোগে ১৯৬১ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য প্রাতঃ শাখা খোলা হয় তাঁরই নেতৃত্বে ১৯৮০ খ্রিষ্টাব্দে মাধ্যমিক শাখা প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণঙ্গা প্রাতঃ শাখা প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ খ্রিষ্টাব্দে কলেজ শাখা প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটি নবরূপ পায়কে. এল. জুবিলী স্কুল কলেজ হিসেবে। অত্র এলাকাবাসীর সুখদুঃখের সাথী হয়ে স্বল্প টিউশন ফি বিনিময়ে বর্তমানেনিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত কিছু মধ্যবিত্ত তথা সর্বশ্রেণীর অভিভাবকদের সন্তানশিক্ষার্থীদের শিক্ষাদানের মহান অঙ্গীকার নিয়ে অত্র প্রতিষ্ঠানটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মাধ্যমে আজও সফলতার সাথে অগ্রসরমান এখানে মধ্য্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা মানবিক শাখাসহ কারিগরী শাখা চালু রয়েছে ফলে বহুমুখী শিক্ষা গ্রহণের জন্যে এটি একটি আদর্শ সূতিকাগার  

Kishori Lal Jubilee School and College in Numbers

0

Founded

0

Campus

0 +

Teacher & Staff

0 +

Students

School Event

Days
Hours
Minutes
Seconds

বার্ষিক মিলাদ মাহফিল

আমাদের সম্পর্কে মতামত

Binoy Krishna Roy
Binoy Krishna Roy Senior Teacher
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Naznin Akter Beauty
Naznin Akter BeautySenior Teacher
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next